Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM, Update: 10.03.2021 1:34:16 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দণি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার
হোসেন হত্যা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর
আবদুস সত্তারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ মার্চ)
দুপুরে কুমিল্লার আমলি আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম
মাহবুব খান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই) কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান
বলেন, ‘আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে
আজ (গতকাল) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিগগিরই আমরা তাঁকে রিমান্ডে
আনব। কাউন্সিলর সত্তার বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।’
এর
আগে যুবলীগ নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় কাউন্সিলর সাত্তারকে ঢাকা থেকে
গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা
হয়। পরে গত ১৮ ফেব্রুয়ারি সত্তারকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর
আবেদন করা হয় আদালতে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর
রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুমিল্লা দণি জেলা ছাত্রলীগের সাবেক
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই
ঘটনায় সামবকসী এলাকার রেজাউল করিম ও কালিকিংকরপুর গ্রামের মো. কাউছারসহ
অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ এজাহারনামীয় কোনো
আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এই দুই আসামি ছাড়াও এই হত্যাকা-ের
পেছনে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুস সত্তারের যোগসাজশে রয়েছে বলে
দাবি করেন দেলোয়ারের পরিবার। তদন্তে গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজন আসামি
আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দেলোয়ার হত্যার প্রধান পরিকল্পনাকারী
হিসেবে কাউন্সিলর আবদুস সত্তারের নাম উল্লেখ করেন।
এর আগে তদন্তে
গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজন আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে
দেলোয়ার হত্যার প্রধান পরিকল্পনাকারী হিসেবে কাউন্সিলর আবদুস সত্তারের নাম
উল্লেখ করেন।
গত বছরের ১১ নভেম্বর কুমিল্লা নগরের চৌয়ারা এলাকার
বাসিন্দা ও যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী হত্যা মামলার আসামি হন
কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সত্তার (৩৪)।
গত ২৬ জানুয়ারি বিকেল পাঁচটায় রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার
করে পিবিআই। এরপর তাঁকে জিল্লুর হত্যায় একবার রিমান্ডে নেওয়া হয়।
২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করা হয়। গতকাল তাঁকে দেলোয়ার হত্যা মামলায় চার দিনের রিমান্ড দেওয়া হয়।