চলতি
মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ। আগামী ৩০ জুনের পর
আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, সেটা এখন বলা খুবই মুশকিল।
ন্যু ক্যাম্পে যদি নতুন চুক্তি না-ই করেন, তাহলে কোথায় যাচ্ছেন তিনি? হয়তো
ঘুণারেও কেউ রিয়াল মাদ্রিদের নাম মুখে আনবেন না। কিন্তু মেসিকে রিয়ালে
দেখা অবাস্তব মনে করেন না কাবটির অধিনায়ক সার্জিও রামোস।
ছয়বারের ব্যালন
ডি’অর জয়ীকে রিয়ালে দেখেন কি না প্রশ্নে রামোসের জবাব, ‘মাদ্রিদে আমি
মেসিকে গ্রহণ করবো কি না? কোনও সন্দেহ নেই। আমি তাকে আনন্দের সঙ্গে স্বাগত
জানাবো (রিয়ালে)। প্রয়োজন পড়লে প্রথম কয়েক সপ্তাহ আমি তাকে নিজের বাসায়
রাখবো।’
মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার সবচেয়ে ভালো দিক নিয়ে রামোস বললেন,
‘মেসির সেরা বছরগুলোতে আমাদের অনেক ভুগতে হয়েছিল। সে সতীর্থ হলে তার
মুখোমুখি আর হতে হবে না, এটা ভালো দিক। সে আমাদের জয় ও আরও বেশি সাফল্য
পেতে সহায়তা করবে।’
মেসির মতো এই মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ
হবে রামোসেরও। তখন তিনিও ফ্রি ট্রান্সফারে অন্য কোথাও চলে যাবেন। তবে
মেসিকে রিয়ালে দেখলেও নিজেকে কিন্তু বার্সেলোনায় দেখছেন না স্প্যানিশ
সেন্টার ব্যাক, ‘কোনও সুযোগ নেই। লাপোর্তার (হোয়ান) প্রতি আমার আলাদা টান
আছে, আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু জীবনে এমন কিছু আছে, যা টাকা দিয়ে
কেনা যায় না। যেমনটা আপনি কখনও জাভি (হার্নান্দেজ) বা (জেরার্দ) পিকেকে
মাদ্রিদে দেখবেন না।’