বঙ্গবন্ধু
বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছে সালমা খাতুনের নীল
দল। তারা ফাইনালে রুমানা আহমেদের সবুজ দলকে হারিয়ে দিয়েছে ৮ উইকেটে।
মূলত
এক বছর পর বাংলাদেশ গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের
মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও
মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে আগেভাগেই। সেখানে সিলেট আন্তর্জাতিক
স্টেডিয়ামে টস জিতে সবুজ দলকে ব্যাটিংয়ে পাঠায় সালমারা। আহামরি ব্যাটিং
করতে না পারায় ৩৬ ওভারে মাত্র ৭২ রানে থামে রুমানাদের ইনিংস! সর্বোচ্চ ১৮
রান করেন ঋতু মনি। নীল দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহানারা ও
মুমতাহেনা। দুটি করে নেন সালমা খাতুন ও একটি রাবেয়া খান।
স্বল্প ল্েয
খেলতে নেমে মাত্র ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় সালমারা।
৫৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ম্যাচসেরাও হয়েছেন
তিনি।
জয়ের মঞ্চ গড়ে দেওয়ায় শামিমার বিদায়ের পরেও জয় পেতে সমস্যা হয়নি
সালমাদের। ইশমাকে সঙ্গী করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ফারজানা হক। ফারজানা
অপরাজিত থাকেন ২৮ রানে।