বিদেশি অস্ত্র-গুলিসহ র্যাবের হাতে আটক ২
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
সীতাকু- থানার টেরিয়াল এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- সীতাকু- উপজেলার টেরিয়াল এলাকার শাহ আলমের ছেলে মো. ইসমাঈল (৩৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।
তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, তাড়া করে দুইজনকে আটক করে র্যাব। তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা দীর্ঘদিন অবৈধ অস্ত্র বেচা-কেনা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তাদের অস্ত্র ও গুলিসহ সীতাকু- থানায় হস্তান্তর করা হয়েছে।
বিদেশি অস্ত্র-গুলিসহ র্যাবের হাতে আটক ২
সীতাকু- থানার টেরিয়াল এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- সীতাকু- উপজেলার টেরিয়াল এলাকার শাহ আলমের ছেলে মো. ইসমাঈল (৩৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।
তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, তাড়া করে দুইজনকে আটক করে র্যাব। তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা দীর্ঘদিন অবৈধ অস্ত্র বেচা-কেনা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তাদের অস্ত্র ও গুলিসহ সীতাকু- থানায় হস্তান্তর করা হয়েছে।