চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আটক
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
চাঁদপুর হাজীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাব-১১। আটক ওই ব্যক্তির নাম মো. রায়হান বকাউল (১৯)। এ সময় তার নিকট থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
বুধবার (১০ মার্চ) দিবাগত ভোর রাতে অভিযান চালিয়ে হাজিগঞ্জ থানার রামপুর বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। আটক রায়হান হাজিগঞ্জ উপজেলার বাজনাখাল এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-১১-এর দেয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আদর্শিক নেতা জসিম উদ্দিন রহমানির বিভিন্ন বয়ানে উদ্বুদ্ধ হয়ে রায়হান এবিটিতে যোগদান করেন। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে চাঁদপুর ও কুমিল্লা এলাকায় সদস্য বাড়াতে কাজ করতেন তিনি। এজন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম- টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আসামি আরও জানায়, চাঁদপুর ও কুমিল্লার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার সশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকা- করার পরিকল্পনা করছিল।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।