ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু
Published : Saturday, 13 March, 2021 at 12:00 AM
রাজধানীতে পৃথক ঘটনায় এক নারীসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালে ঘটনাটি দু’টি ঘটে। তারা হলো, মিম (৩০) ও হাজারীবাগের সজিব (২৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। বিষয় দুটি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশনে অসুস্থ অবস্থায় মিমকে উদ্ধার করে কয়েক নারী নিয়ে যাওয়ার পথে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই শওকত আলী ঢামেক কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর সোয়া ১টায় মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই জাহিদুল ইসলাম খান জানান, এসব তথ্য। ঘটনাস্থলটি পড়েছে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এলাকায়।
‘দুর্জয় নারী সংঘ’ এর সাংগঠনিক সম্পাদক রীনাসহ সংগঠন টির কর্মীরা জানিয়েছেন, মিম ভাসমান যৌন কর্মী ছিল। তার নাম ছাড়া বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে পারেননি।
তবে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
হাজারীবাগ থানা এলাকায় অভিমান করে বিষপান করে মারা গেছেন সজিব (২৫)।
মৃতের বাবা আকরাম আলী জানিয়েছেন, তার ছেলে অভিমানে আত্মহত্যা করেছে। এই মৃতের তাদের কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।