মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বাংলাদেশ সফরে যাচ্ছেন আগামী ১৭ মার্চ। শনিবার (১৩ মার্চ) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে তিনি বাংলাদেশে যাবেন দু’দিনের সফরে।
পরদিন অর্থাৎ ১৯ মার্চ মধ্যরাতে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সফরকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি সফরকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরেও শ্রদ্ধা নিবেদন করবেন। ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ঢাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিভিন্ন ইস্যুতে একাধিক চুক্তি সই হবে।
তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
সেখানে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেবেন।