এর চার মিনিট পর প্রায় লিড নিতে যাচ্ছিল রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর বুলেট গতির শট বাঁক নিয়ে শেষ মুহূর্তে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর পাঁচ মিনিট পর চমৎকার একটি তার হেড করেন কাসেমিরো। এবারও ভাগ্য সহায় হয়নি।
এভাবে একের পর এক আক্রমণের পর খেলা গিয়ে ঠেকে ৯০তম মিনিটে। ১-১ সমতায় মাঠ ছাড়তে হবে শঙ্কায় ভোগেন মাদ্রিদ সমর্থকরা।
কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে ভেলকি দেখান বেনজেমা।
কাসেমিরোর সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে ডি-বক্সের মাথা থেকে বাঁ পায়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। পোস্টে লেগে বল জড়ায় জালে।
২-১ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
টানা দুই ম্যাচে ড্রয়ের পর এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৭ পয়েন্ট। ২৬ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো।
অন্যদিকে দলটির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।