লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু
Published : Sunday, 14 March, 2021 at 12:53 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মায়া আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। মায়া আক্তার মৃত সুজা মিয়ার মেয়ে ও মানসিক প্রতিবন্ধী ছিল। আজ রবিবার ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়েনের পৃর্ববিগা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় দু'টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা কুতুবউল্যাহ'র বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মূহুর্তেই দু'টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মানসিক প্রতিবন্ধী মায়া আক্তারের মৃত্যু হয়। এতে দুই ঘরের আসবাবপত্র পুড়ে প্রায ১০ লাখ টাকার ক্ষতি হয়।
রামগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে দু'টি বসত পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রশাসনিক সহায়তা করার আশ্বাস দেন।