ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাহাজে হামলার জন্য প্রধান সন্দেহভাজন ইসরাইল: ইরান
Published : Sunday, 14 March, 2021 at 2:38 PM
জাহাজে হামলার জন্য প্রধান সন্দেহভাজন ইসরাইল: ইরান ভূমধ্যসাগরে পণ্যবাহী কার্গোজাহাজে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ইসরাইলকে প্রধানত সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে ইরান।

ইরান সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নূর নিউজকে জানিয়েছে, জাহাজের বিদ্যমান ভূ-রাজনৈতিক অবস্থান এবং এর গন্তব্য বিবেচনা করে জোরালো সম্ভাবনা রয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে।
ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী কিয়াসি শুক্রবার জানান, তাদের শিপিং লাইনের একটি কার্গোজাহাজে সন্ত্রাসী হামলা হয়েছে। জাহাজটি ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল।

তিনি জানান, একটি বিস্ফোরক বস্তু জাহাজে আঘাত করলে জাহাজের ছোটখাটো পর্যায়ের ক্ষতি হয় তবে কেউ হতাহত হয় নি। গত বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাহাজে বিস্ফোরণের পর ইরানের তদন্ত টিম এরই মধ্যে কাজ শুরু করেছে।

ওই টিমের একজন সদস্য নূর নিউজকে জানিয়েছেন, অনেক উচ্চতা থেকে জাহাজে কোনো বিস্ফোরক দ্রব্য আঘাত হেনেছে এবং ধারণা করা হচ্ছে কোনো উড়ন্ত বস্তু থেকে ওই বিস্ফোরক দ্রব্য ছোড়া হয়েছে।

এদিকে, ইসরাইলের কয়েকটি গণমাধ্যমও শুক্রবার জানিয়েছে যে, এই সন্ত্রাসী হামলার পেছনে তেল আবিব জড়িত থাকতে পারে। এ ব্যাপারে ইসরাইলের কোনো কর্মকর্তা কোনো রকমের মন্তব্য করেন নি। সূত্র: পার্সটুডে