কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার শিলের আঘাতে চাচির মৃত্যু
মাসুদ আলম।।
Published : Monday, 15 March, 2021 at 1:57 PM
মাসুদ আলম।।
কুমিল্লার বরুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার শিলের আঘাতে চাচির মৃত্যু হয়েছে। নিহত চাচি জমিলা বেগম (৫০) বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাতপুকুরিয়া গ্রামের তোরাব আলীর স্ত্রী। সোমবার (১৫ মার্চ) হাতপুকুরিয়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে।
বরুড়া থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ নাহিদ আহমেদ জানান, আপন বাসুরের দুই ছেলের মধ্যে সৃষ্টি হওয়া ঝগড়া থামাতে গিয়ে ভাতিজা শাহজাহানের দেওয়া শিলের আঘাত চাচি জমিলার মাথায় পড়ে। আঘাতের সঙ্গে সঙ্গে চাচি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা শাহরাস্তিতে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করে।
তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নারী মৃত্যুর ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ মার্চ) কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে চাচাকে মারধরের পর এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে আপন ভাতিজারা মিলে। নির্মমভাবে চাচা হত্যা ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ।