জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারাদেশে দোকানপাট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকানমালিক সমিতি।
পাশাপাশি সম্ভব হলে ওইদিন বিপণি বিতানগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে বলে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার এক সভায় ১৭ মার্চ বুধবার সারাদেশে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার ওই সিদ্ধান্ত হয়।
তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন সভায় উপস্থিত ছিলেন।
এদিকে দোকান মালিক সমিতির এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বিকালে বিশেষ সাধারণ সভা ডেকেছে ঢাকার নিউ মার্কেট দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি ডাক্তার শাহীন আহমেদ বলেন, দোকান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং জন্মশতবার্ষিকী পালনে আরও কিছু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করতেই বিকালে তারা বসছেন।