৫ বছর পর ব্রাভোর সেঞ্চুরি, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজের বিপে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না শ্রীলঙ্কা। তৃতীয়
ওয়ানডেতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তেই জিতে নিয়েছে
ক্যারিবীয়রা।
এর ফলে ক্যারিবীয়দের বিপে টানা ৬ ওয়ানডেতেই হারের তিক্ত স্বাদ পেলো লঙ্কানরা। শুধু তাই নয়, ওয়ানডে সুপার লিগেও পড়ে থাকলো তলানিতেই!
অ্যান্টিগায়
টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা খারাপ ছিল না। ওপেনিং জুটিতে
উঠে ৬৮ রান। পরে অবশ্য ছন্দ হারিয়ে বসেছিল মাঝ পথে। ১৫১ রান তুলতে বিদায়
নেন ৬জন। সেখান থেকেই তাদের টেনে তুলেছেন আশেন বান্দারা ও ওয়ানিন্দু
হাসারাঙ্গা।
৫৫ রানে অপরাজিত থাকেন বান্দারা। সঙ্গী হাসারাঙ্গা ছিলেন
বিধ্বংসী ভূমিকায়। ৬০ বলে ৭ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৮০ রানে অপরাজিত ছিলেন!
তাতেই সমৃদ্ধ স্কোরবোর্ড পায় শ্রীলঙ্কা। সেই ৬ উইকেটেই আসে ২৭৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের পে ৩৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন বামহাতি স্পিনার আকিল হোসেন।
জবাবে
ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে এক ড্যারেন ব্রাভোর অসাধারণ এক সেঞ্চুরিতে। ৩৯
রানে দুই উইকেট পড়ার পর স্কোর বোর্ড এগিয়েছে শাই হোপ আর ব্রাভোর কল্যাণেই।
হোপ ৬৪ রানে ফিরলেও অবিচল ছিলেন ব্রাভো। আর তাতে প্রায় ৫ বছর পর দেখা
পেয়েছেন সেঞ্চুরির! ১০২ রানে ফেরা ব্রাভোর ১৩২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও
৪টি ছয়।
ব্রাভো যখন ফেরেন তখন স্কোর ছিল ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২৪৯। পরে
অবশ্য অধিনায়ক কিয়েরন পোলার্ডের দ্রুত গতির ব্যাটিংয়েই ৪৮.৩ ওভারে জয় নিয়ে
মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
পোলার্ড ৪২ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে। সঙ্গে হোল্ডার ১৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা সেঞ্চুরিয়ান ব্রাভো, সিরিজ সেরা শাই হোপ।