ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট জয় পেয়েছে নিউ স্টার, আড়াইওড়া ওল্ডস্কুল ও সুপার ডায়নামিক
Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট জয় পেয়েছে নিউ স্টার, আড়াইওড়া ওল্ডস্কুল ও সুপার ডায়নামিকতানভীর দিপু  ।।
দ্বিতীয় রাউন্ডে এসে স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে নিউ স্টার ক্রিকেট কাব, আড়াইওড়া সোনালী সংসদ, ওল্ডস্কুল কুমিল্লা ও সুপার ডায়নামিক। গত দিনের প্রথম খেলায় অশোকতলা রাইডার্সকে ৪৭ রানে হারিয়েছে নিউ স্টার ক্রিকেট কাব। টসে জিতে নিউস্টারকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় অশোকতলা। ব্যাটসম্যান বিনয়ের ২৩ বলে ৪৬ এবং হৃদয়ের ৮ বলে ২৯ রানে ভর করে ১৩৬ রান সংগ্রহ করে তারা। জবাবে পুরো ১০ ওভারও ব্যাট করতে পারেনি অশোকতলা। ৯ ওভারেই ১০ উইকেট হারায়, ৮৯ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে রুবেল সর্বোচ্চ ১৪ বলে ৩৫ রান করেন। নিউস্টারের হৃদয় ও মিঠু ৩টি করে উইকেট নেন।
দ্বিতীয় খেলায় সংরাইশ বয়েজ কাবকে ৪ উইকেটে হারায় আড়াইওড়া সোনালী সংসদ। টসে জিতে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান করতে সক্ষম হয় বয়েজ কাব। সোনালী সংসদের নুরউদ্দিন ২৪ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওমরের ১০ বলে ৪৪ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখেই জয় পায় আড়াইওড়া সোনালী সংসদ। তৃতীয় খেলায় হারুন স্কুল ওয়ারিয়র্সকে হারায় ওল্ড স্কুল কুমিল্লা। টসে জিতে ওল্ড স্কুলকে ব্যাট করতে দেয় হারুন স্কুল। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে ওল্ড স্কুল। জাবাবে ১০ ওভারে মাত্র ৫ উইকেট হারালেও লক্ষ্য অর্জন করতে পারেনি হারুন স্কুল, ৯৯ রানেই থামে তাদের ইনিংস। ১৮ রানে জয় পায় ওল্ড স্কুল।
চতুর্থ ও শেষ ম্যাচে সংরাইশ একাদশের বিরুদ্ধে ৫৪ রানের জয় পেয়েছে সুপার ডায়নামিক। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডায়নামিকরা। আলমের ১৫ বলে ৩৭ ও পলকের ৮ বলে ৩২ রানে ভর করে ১৫১ রানের বিশাল সংগ্রহ করে সুপার ডায়নামিক। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে মাত্র ৯৭ রানে থামে সংরাইশ একাদশ। সংরাইশের রাব্বি ২৬ বলে ৫০ রান করেন। ডায়নামিকের জামশেদ নেন ২৮ রানে ৩ উইকেট। ৫৪ রানে জয় পায় সুপার ডায়নামিক।