ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ব্যবসায়ী সাইফুলের সন্ধান দাবিতে মহাসড়ক অবরোধ
Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির গৌরীপুর পেন্নাই বাসষ্ট্যান্ড থেকে ডিবি পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিােভ মিছিল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১১ টা থেকে ঘন্টাব্যাপী মহাসড়কে গৌরীপুর পেন্নাই বাসষ্ট্যান্ডে এসব কর্মসূচী পালন করেন নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
অবরোধের কারনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তীতে পড়েন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকগণ ।
কর্মসূচীতে সাইফুল ইসলামের মা জাহানারা বেগম, স্ত্রী ফাতেমা ইসলাম শিমলা, বড় ভাই মো: জহিরুল ইসলাম, বোন হাজেরা আক্তার ইভা, রুমী আক্তার, হাসনা আক্তার ও ভাতিজি জান্নাত আক্তারসহ অন্যরা অংশ নেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইফুল ইসলামের সন্ধান না পেলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান।
গত বছরের ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গৌরীপুর বাসষ্ট্যান্ডের মতলব সড়কের সামনে থেকে সাদাপোশাকে ডিবি পরিচয়ে অজ্ঞাতনামা চার জন ব্যক্তি ব্যবসায়ী সাইফুল ইসলামকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। ডিবি, র‌্যাব কার্যালয় সহ বিভিন্ন থানায় খোঁজে না পেয়ে বড় ভাই জহিরুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে কুমিল্লা আদালতে মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পান পিবিআই।
অবরোধের সংবাদে ঘটনাস্থলে দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন। পরে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সাইফুল ইসলামকে খোঁজে বের করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। সাইফুল ইসলাম দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে।