ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে আহত ২
Published : Tuesday, 16 March, 2021 at 12:43 PM
নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে আহত ২ রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং নদীর ওপর নির্মাণাধীন সেতুটির গার্ডার দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছে। সোমবার (১৫ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এতে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন, মো. ইউছুফ ও মো. সবুজ। দুইজনের বাড়িই জামালপুর। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের শুরু হওয়া এই সেতুর কাজ ২০১৯ সালের ১ জানুয়ারি শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে।

স্থানীয়রা জানায়, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ পর্যন্ত দুইবার গার্ডার ভেঙে পড়েছে।

এদিকে দুর্ঘটনার পর সকালে খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা রাতে কাজ করার সময় একটি গার্ডার কাত হয়ে পড়ে এবং একটি রেডি গার্ডার নিচে ধসে পড়ে।