ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৪৭ লাখ টাকা মূল্যের ২২৮টি চোরাই মোবাইল ফোনসহ আটক ৩
তানভীর দিপুঃ
Published : Tuesday, 16 March, 2021 at 1:56 PM
কুমিল্লায় ৪৭ লাখ টাকা মূল্যের ২২৮টি চোরাই মোবাইল ফোনসহ আটক ৩ তানভীর দিপুঃ
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা মূল্যের ২২৮ টি বিভিন্ন ব্যান্ড্রের মোবাইল ফোন আটক করা হয়েছে। ঘটনার সাথে  জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন,  দেবিদ্বার এলাহাবাদের মৃত আবদুস সামাদের পুত্র নাজমুল হোসেন(২৪)। নাঙ্গলকোটের বাঙ্গড্ডার মৃত সুরুজ মিয়ার ছেলে  তৌহিদুল ইসলাম (৩৫)।

নাজমুল প্রাইভেটকার চালক এবং তৌহিদ মোবাইল ফোনের মালিক বলে জানা গেছে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিনের সুয়াগাজী এলাকায় কছমস সিএনজির সামনে রাত সাড়ে ১২টায় একটি সাদা রঙ্গের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭টি কার্টনের মধ্যে মোট ২২৮টি মোবাইল উদ্ধার ও দুজনকে আটক করে। আটক দু জনের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।কুমিল্লায় ৪৭ লাখ টাকা মূল্যের ২২৮টি চোরাই মোবাইল ফোনসহ আটক ৩