কুমিল্লায় দুই চাঁদাবাজ ও চোরাকারবার গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ
নিজস্ব প্রতিবেদক
Published : Tuesday, 16 March, 2021 at 6:59 PM
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে চাঁদাবাজ ও চোরাকারবারীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চন্তপুর এবং আড়াইওরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুই চাঁদাবাজ ও চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা র্যাব -১১, সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন নিশ্চন্তপুর বড়বাড়ী এলাকায় চাঁদাবাজ মোঃ মানিক মিয়া রনি (৩০) এবং একই উপজেলার আড়াইওরা পূর্বপাড়া এলাকায় চোরাকারবারী মোঃ পারভেজ মিয়াসহ (৩২) দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ মানিক মিয়া রনি (৩০), এবং একই উপজেলার বেজোড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩২)।
অভিযানে মোঃ মানিক মিয়ার নিকট হতে চাঁদাবাজের দুই হাজার টাকা এবং পারভেজ মিয়ার নিকট হতে বিপুল পরিমান আতোশবাজীসহ ০১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তিনি আরও জানান, মোঃ মানিক মিয়ার দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এছাড়া পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় আতশবাজীসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে কুমিল্লার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। গ্রেপতার দুই ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায়মামলা হয়েছে।