ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক
ডাকাত দলের সদস্য শরিফ
কবির হোসেন
Published : Tuesday, 16 March, 2021 at 7:14 PM
তিতাসে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটককুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের সদস্য শরিফ(৩০)। সে উপজেলার কালাইকান্দি রায়পুর গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার দক্ষিণ নারান্দিয়া চকের বাড়ি মিজানুর রহমানের ঘরে। এলাকাবাসী সুত্রে জানা যায় গত দুই মাস যাবত তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে সিরিজ ডাকাতি করাসহ গৃহকর্তাদের কুপিয়ে গুরতর জখমও করছে  ডাকাতরা,এমন ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী,জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে যে তিতাসে এমন সিরিজ ডাকাতি অতিতে কখনো হয়নি। ডাকাত প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে ডাকাত প্রতিরোধ কমিটি,পাশাপশি চকের বাড়িতে বসবাসরত পরিবার গুলোও রাত জেগে পাহাড়া দিয়ে আসছে নিজেদের বাসস্থান। সোমবার রাতে একদল ডাকাত দক্ষিন নারান্দিয়া চকের বাড়ি মিজানুর রহমানের ঘরে প্রবেশ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শরিফ, এসময় আটক কৃত ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয়রা। এদিকে ডাকাত আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কমেন্টর মাধ্যমে এলাকাবাসী দাবী করছে আটককৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদ করলে গত দুই মাসের সিরিজ ডাকাতির সাথে জড়িতদের নাম পাওয়া যাবে এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী করছে। অপর দিকে আটককৃত ডাকাত শরিফের এলাকার এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে সাংবাকিদেরকে মোবাইলে ফোন দিয়ে জানান শরিফ পেশাদার ডাকাত এবং তার একটি গ্রুপ আছে। এবিষয়ে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, ডাকাত ধরা পড়েছে এঘটনায় মামলা হবে এবং আটককৃত ডাকাতের সাথে যারা জড়িত ছিল তাদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।