ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা ৩ বার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি
Published : Tuesday, 16 March, 2021 at 7:42 PM
টানা ৩ বার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল ভারতের নয়া দিল্লি।এবারো টানা তৃতীয়বারের মতো দূষিত রাজধানীর তালিকায় শীর্ষস্থানে থাকলো ভারতের নয়াদিল্লী। বায়ুর মান পরিমাপকারী সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটি বায়ুর মান পরিমাপে ফুসফুসের জন্য ক্ষতিকর পিএম ২.৫ বলে পরিচিত বায়ু কণার ঘনত্বের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে। আইকিউএয়ারের ২০২০ সালের প্রতিবেদনে বিশ্বের মোট ৫০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ছিল ৩৫টি শহর ভারতের। এই প্রতিবেদনে ১০৬টি দেশের তথ্য সংগ্রহ করা হয়েছে।

২০২০ সালে নয়া দিল্লির গড় বার্ষিক পিএম ২.৫ এর ঘনত্ব ছিল ৮৪.১ ঘন মিটার। যা বেইজিংয়ের ৩৭.৫ এর চেয়ে দ্বিগুণের বেশি। বেইজিং বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে।

গ্রিনপিস সাউথইস্ট এশিয়া অ্যানালাইসিস ও আইকিউএয়ারের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বায়ু দূষণে ২০২০ সালে নয়া দিল্লিতে ৫৪ হাজার অকালমৃত্যু হয়েছে।

গত বছর করোনাভাইরাস মহামারির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লকডাউন জারি থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের পর বিশ্বের তৃতীয় দূষিত দেশ ছিল ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বায়ু দূষণ এখনও উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ।