জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ সারাদেশে নানা কর্মসূচি থাকছে সরকারি ও বেসরকারিভাবে। ব্যাপক অনুষ্ঠানমালা আছে ক্রীড়াঙ্গনেও। এর মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে জাতির পিতার জন্মদিনে জাতীয় ফুটবল দলের কেক কাটা।
জাতীয় দলের কেক কাটা অনুষ্ঠানটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মসূচির অন্যতম একটি অংশ।
নেপালে যাওয়ার অপেক্ষায় থাকা জাতীয় ফুটবল দলের ক্যাম্প বর্তমানে অবস্থান করছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। হোটেলেই আগামীকাল বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটা হবে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফের অন্যান্য কর্মকর্তা, জাতীয় দলের কোচ অফিসিয়ালরা কেক কাটার সময় উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ৯টায় বাফুফে ভবনে কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হবে বাফুফে আয়োজিত জাতির পিতার জন্মদিনের কর্মসূচি। বাফুফে ভবন সংলগ্ন মসজিদে বাদ জোহর মিলাদ, দোয়া ও গরীবদের মধ্যে খাদ্য বিতরণ করবে বাফুফে।
দুপুর ২ টা ৩০ মিনিটে বাফুফে ভবনে কাজী মো. সালাউদ্দিন কেক কাটবেন। এই কেককাটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে ভবনে ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও।