কুমিল্লা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কুমিল্লা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন কর্তৃক গঠিত মুক্তিযোদ্ধা চত্বর বাস্তবায়ন ও প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের কুমিল্লাস্থ আয়োজক কমিটি ও জিলা স্কুলের শিক্ষকম-লীর সাথে গতকাল বিকাল ৫টায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ১৯৭৩ ব্যাচ এর প্রাক্তন ছাত্র ড. শাহ্ মোঃ সেলিম।
সভায় আকস্মিক ভাবে দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় সকলেই উৎকন্ঠা প্রকাশ করেন এবং সংক্রমন বৃদ্ধি রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
২৬ শে মার্চের এলামনাই কর্তৃক ঘোষিত মুক্তিযোদ্ধা চত্বরের নির্মান কাজের উদ্বোধন ও স্বাধীনতার ৫০ বৎসর পূর্তির বিষয়ে সকলেই একমত পোষণ করেন। জিলা স্কুলের শিক্ষক মন্ডলীর সবাই সরকারী নির্দেশনায় স্কুল বন্ধ থাকায় এবং করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ২৬ মার্চের কর্মসূচী পালনের আহ্বান জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে ২৬ মার্চের অনুষ্ঠানের প্রস্তুতি স্বরূপ গত ১৫ মার্চ বিকাল ৪টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু সহ কাউন্সিলরদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মেয়র সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সন্ধ্যা ৬টায় ১৯৭১ এর তৎকালীন সময়ে কুমিল্লার সাংস্কৃতিক কর্মী যারা ভারতের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক যোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণীত করেছিলেন তাদের সাথে সাংস্কৃতিক পর্বের বিষয়ে মত বিনিময় করেন। উল্লেখিত মত বিনিময় সভায় কুমিল্লাস্থ জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের পক্ষ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ব্যাচ-৭৩, ইমরান বাচ্চু, ব্যাচ-৮০, সদস্য- জসিম উদ্দিন আহমেদ, ব্যাচ-৭৩, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, ব্যাচ-৭৩, তছলিম উদ্দিন, ব্যাচ-৭৫, ডাঃ রেজাউল করিম জামিল ব্যাচ-৮৬, এলামনাই এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব আদিল আহমেদ, ব্যাচ-৮৫, শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন পাপড়ি বসু, প্রেমাশিষ, শিউলি সহ অন্যান্য শিল্পীবৃন্দ।