ফল ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ফল ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অপরাধে আবুল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত আবুল হোসেন চান্দিনার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা বাজারে ফল ব্যবসার করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুলতান আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি পরচঙ্গা বাজারে ফল দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল মাদক বিক্রিতা আবুল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন।