৩০ হাজার টাকার জন্য বাড়ির মালিককে হত্যা!
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
জয়পুরহাট পৌরসভার রূপনগর মহল্লায় শেফালি বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে ওই বাড়ির ভাড়াটিয়া এক নারীর বিরুদ্ধে। পুলিশ এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার নারীর নাম ঝর্ণা আক্তার। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মুনসুর খাঁনের স্ত্রী। বেশ কয়েক বছর থেকে তিনি ওই বৃদ্ধার বাড়িতে ভাড়া থাকতেন। হত্যার অভিযোগে মঙ্গলবার সকালে রূপনগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এলাকাবাসী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের রূপনগর এলাকার মৃত সোলায়মান আলীর স্ত্রী শেফালি বেওয়া দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর নিজ বাড়িতে একা বসবাস করতেন। ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে ঝর্ণা আক্তারও বেশ কয়েক বছর থেকে বাস করে আসছেন। জর্ডানে যাওয়ার জন্য কিছুদিন আগে ঝর্ণা ধার হিসেবে বাড়ির মালিক শেফালির কাছে থেকে টাকা চান। শনিবার বৃদ্ধা শেফালি তার একটি গরু বিক্রির জন্য ক্রেতার কাছ থেকে ৩০ হাজার টাকা বায়নাও নেন। বায়নার টাকা নেওয়ার দিন রাতেই হঠাৎ করে বৃদ্ধা শেফালি মারা যায়। পরের দিন সকালে হার্ট অ্যাটাকে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ঝর্ণা তার স্বজনদের খবর দেয়। এ অবস্থায় স্বাভাবিক মৃত্যু মেনে নিয়ে স্বজনরা বৃদ্ধা শেফালির দাফন কাজ সম্পন্ন করে।
পরে ঝর্ণার গতিবিধি ও আচরণ দেখে সন্দেহ হয় মহল্লাবাসীর। তারা ঘটনার রহস্য উদ্ঘাটনে ঝর্ণার ওপর চাপ সৃষ্টি করলে সে সোমবার রাতে স্থানীয়দের কাছে হত্যার দায় স্বীকার করে। এ সময় ঝর্ণা তাদের জানায়, গরু বিক্রির বায়না নেওয়া ৩০ হাজার টাকা নিতে গেলে বৃদ্ধা শেফালি তা দিতে রাজি না হওয়ায় সে মশলা বাটার শিল (নোড়া) দিয়ে তার মাথা ও মুখে আঘাত করে। এতে বৃদ্ধার মৃত্যু হয়। পরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে বৃদ্ধার স্বজনদের সে জানায়। তার স্বীকারোক্তির পর মহল্লাবাসী থানায় খবর দিলে পুলিশ ঝর্ণাকে গ্রেফতার করে। এ সময় বৃদ্ধার গরু বিক্রির বায়না নেওয়া ৩০ হাজার টাকাও পুলিশ ঝর্ণার কাছ থেকে উদ্ধার করে।
নিহত শেফালির ভাই জালাল শেখ বলেন, ‘আমার বোন একা বাস করতেন। তার বাড়িতে থাকা ভাড়াটিয়া ঝর্ণা আক্তার দীর্ঘদিন থেকে থাকায় বোন তাকে বিশ্বাস করতেন। কিন্তু, মাত্র ৩০ হাজার টাকার জন্য বোনকে যে জীবন দিতে হবে এটা আমরা কখনও ভাবিনি। আমি ওই ভাড়াটিয়ার ফাঁসি চাই।’
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় নিহতের ভাই জালাল শেখ বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।