ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মাসিক আইন শৃংখলা কমিটি ও ভোক্তা অধিকার সভা
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃংখলা কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এক সভা গতকাল ১৫ মার্চ পৃথক ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম ফারুক, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মীর হোসাইন মিঠু, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেরা সমাজ সেবা অফিসার আ: আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আজিজুল্লাহ, উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীমুক্তিযোদ্ধা মো. আ: ছালাম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন ফকির, ষোলনল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ময়নামতি ইউপি চেয়ারম্যান মো. লালন হায়দার, বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফাসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে ভোক্তা অধিকার উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম ফারুক, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মীর হোসাইন মিঠু, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস প্রমুখ। ভোক্তা অধিকারের সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন-সাধারণ ক্রেতাগণ যাতে কোন জিনিসপত্র কিনে প্রতারিত না হতে হয় সে লক্ষ্যে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে উপজেলা সাংবাদিকবৃন্দরা যাতে সঠিক খবর দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপজেলার অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।