বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৬৮ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ সহ এক মাদক ব্যবসায়ী আটক
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ সোমবার রাতে উপজেলার ফকির বাজার কুমিল্লা -বাগড়া সড়কে যাত্রী বাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ উদ্ধার করে এবং এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান সোমবার রাত সাড়ে ১০ টাশ বুড়িচং থানার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই মোঃ আরিফ হোসাইন, এ এস আই মোঃ আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর ফকির বাজার কুমিল্লা -বাগড়া সড়ক এলাকায় অভিযান চালায়। এসময়ে ব্রাহ্মণপাড়ার বাগড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে পুলিশ তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ উদ্ধার করে এবং এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদক ব্যবসায়ী হল কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়ন এর আড়াইওরা গ্রামের বাদল মিয়ার ছেলে মোঃ রনি মিয়া। বর্তমান ঠিকানা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারানগর গ্রাম। এঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে সোমবার রাতে মাদক আইনে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরন করে।