ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Published : Wednesday, 17 March, 2021 at 11:40 AM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাআজ  ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে '৭৫-এর ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধুর নিথর দেহ পড়ে থাকার স্মৃতিবিজড়িত সিঁড়িতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায়) ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় পতাকাও। এছাড়া সারা দেশের সংগঠনের কার্যালয়গুলোতেও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনে আজ পতাকা উত্তোলনের আদেশ জারি হয়।

সরকার মুজিব বর্ষ হিসেবে আজকের এই দিনটি উদযাপন করছে। জন্মশত বার্ষিকী হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত ছিল সরকারের। তবে পেন্ডামিক করোনা সংক্রমণের কারণে কর্মসূচিগুলো বিস্তারিতভাবে পালন না করতে পারায় সরকার মুজিববর্ষের মেয়াদ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মুজিববর্ষ ছাড়াও ২০২১ সালের ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দেশের গুরুত্বপূর্ণ এ দুটি উপলক্ষে এক যোগে সরকারের কর্মসূচি চলবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।