ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাঁকজমকভাবে কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন হবে: এমপি বাহার
Published : Wednesday, 17 March, 2021 at 12:00 AM, Update: 17.03.2021 12:51:41 AM
জাঁকজমকভাবে কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন হবে: এমপি বাহারতানভীর দিপু:
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ। বঙ্গবন্ধু এই বাঙালি জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা। পৃথিবীর বুকে আমরা আজ বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তাই এই মহান নেতার জন্মদিনটি আমাদেরকে পালন করতে হবে যথাযোগ্য মর্যাদায় জাঁকজমকপূর্ণ ভাবে। সারা বাংলাদেশেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নানান আয়োজন করা হবে, কিন্তু কুমিল্লার আয়োজনের দিকেও তাকিয়ে থাকবে দেশবাসি।  সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ১৭ মার্চ ও ১৮ মার্চ দুই দিনব্যাপি কুমিল্লার আপামর জনতাকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে মহানগর আওয়ামী লীগ।
এমপি বাহার গতকাল কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আয়োজন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এমপি বাহার আরো বলেন, জাতীয় অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় ১৭ মার্চ  সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৌর উদ্যানের সামনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লাবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। ১৮ মার্চ হলো শুধু কুমিল্লার মানুষ জাঁকজমকভাবে জাতিরপিতার জন্মশত বার্ষিকী পালন করবে। এ উপলক্ষে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে থাকছে নানান আয়োজন। যেখানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর আলোচনা সভা ছাড়াও ১৮ মার্চ সন্ধ্যায় কুমিল্লা স্টেডিয়ামে কুমিল্লার মানুষ উপভোগ করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর প্রিয় পালাগান ও জারি গানের আসর থাকবে এই আয়োজনের মূল আকর্ষণ। এছাড়া নতুন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডশিল্পীরাও অংশ নেবেন অনুষ্ঠানে।
মতবিনিময় সভা শেষে এমপি বাহার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে স্টেডিয়ামে কর্মযজ্ঞ পরিদর্শন করেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, অর্থ সম্পাদক আলী মনুসর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্যরা।
এর আগে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়-    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জাঁকজমকভাবে দুই দিনব্যাপি উদযাপন করবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। ১৭ মার্চ বুধবার সকাল ৯টায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে সকল মসজিদে দোয়া এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
এছাড়া ১৮ মার্চ বিকাল সাড়ে ৪টা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। ৪ টা ৩০ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। ৪টা ৪০ মিনিটে শতকন্ঠে জাতীয় সংগীত। এরপরই থিম সং, কেক কাটা, আলোচনা সভা ও আতশবাজি। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।