Published : Wednesday, 17 March, 2021 at 12:28 PM, Update: 17.03.2021 12:47:43 PM
স্বাধীন
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন
আজ। জাতির জনকের জন্মদিনে তাকে স্মরণ করেছেন ক্রিকেটাররাও।
তিন
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সেখানে
থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বিসিবির মাধ্যমে এক ভিডিওবার্তায় তামিম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
এর
পরেই তামিম আরও যোগ করে বলেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন,
বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ
দিনে বাংলাদেশের সকল ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইলো শুভেচ্ছা ও
শুভকামনা।’
এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজাও জাতির পিতাকে স্মরণ করেছেন এভাবে, ‘ধ্বংসস্তুপ থেকে
একটি জাতিকে সাহস যুগিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করার যে ইতিহাস
আপনি রচনা করেছেন, তা বাঙালি জাতি স্মরণ করবে অনন্তকাল। শুভ জন্মদিন
স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একইভাবে
শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার
সাকিব আল হাসানও। তিনি বলেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার
সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ
ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে রইলো বিনম্র
শ্রদ্ধা।’
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
উপলক্ষে বুধবার নানা কর্মসূচি থাকছে ক্রীড়াঙ্গনে। জাতীয় ক্রীড়া পরিষদ এবং
বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি পালন
করবে। এছাড়া মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার পালিত হতে
যাচ্ছে টানা ১০ দিনের অনুষ্ঠান। যাতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিদেশি অতিথিরা অংশ নেবেন। ‘মুজিব চিরন্তন’
শিরোনামে ১০ দিনের এই অনুষ্ঠান চলবে।