ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
Published : Wednesday, 17 March, 2021 at 8:48 PM
বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাংলা একাডেমিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) এ উপলক্ষে সকালে বাংলা একাডেমির পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করন অধ্যাপক রাশিদ আসকারী। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও কথাসাহিত্যিক আনিসুল হক।

সভায় স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই ভূখণ্ডের মানুষ ‘বাংলাদেশ’ নামটির সঙ্গে পরিচিত হতে পারত না। বঙ্গবন্ধু বাঙালিকে শুধু একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেননি বরং একই সঙ্গে রাষ্ট্রের অন্যতম মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের জন্য আজীবন প্রেরণা দিয়ে গেছেন।

প্রাবন্ধিক অধ্যাপক রাশিদ আসকারী বলেন, বঙ্গবন্ধু নিজ জীবনের বাস্তব অভিজ্ঞতায় ধাপে ধাপে নিজেকে এবং তার জাতিকে নির্মাণ করেছেন। গণতান্ত্রিক চেতনা ছিল তার ব্যক্তিত্বের মর্মমূলে। রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু একই সঙ্গে সংগ্রামী ও শান্তিপূর্ণ বিশ্বাসে বিশ্বাসী ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ক্ষমতার কেন্দ্রে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে চেয়েছেন। বাংলাদেশের মানুষের পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠার সুদূরপ্রসারী মহৎ লক্ষ্যে ধাবিত হওয়া ছিল তার রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক অভিযাত্রা।

সভায় আলোচকরা বলেন, শৈশব থেকেই সাহস, সংকল্প ও দেশপ্রেমের অপর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তৃণমূল থেকে তার শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমশ সাধারণ মানুষের দাবি-দাওয়াকে পরিণত করেছন রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে।

তারা বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনীতির দিকপাল ছিলেন না, একই সঙ্গে অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি- সবক্ষেত্রই তার দূরদর্শিতা ছিল অসামান্য। দেশের মানুষের বন্দিত্ব-মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবনের এক বিশাল অংশ কাটিয়েছেন কারাগারে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন মানে বাংলাদেশের জন্মকথাকে স্মরণ। কারণ হাজার বছরের ইতিহাসে তিনিই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে সক্ষম হয়েছেন।