তানভীর দিপু:
নানা
অনুষ্ঠানমালা আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে প্রত্যুষে কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপতি বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপনের শুরুতে
৩১ বার তোপধ্বনি দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ
সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা
সীমা, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল(অব) আবু তাহের,জেলা প্রশাসক মোঃ
কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল
ইসলাম টুটুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কমকর্তারা। পরে একে একে মুক্তিযোদ্ধা
সংসদ কমান্ড, রাজনৈতিক,সামাজিক,সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের
প্রতিনিধিগন পুস্পস্তবক অর্পনের মাধ্যেমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এছাড়াও
দিবসপি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বই
মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।