সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৭ মার্চ বুধবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আসার পর শুক্রবার হাই কোর্ট প্রাঙ্গণ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দফা জানাজা শেষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
রিজভী বলেন, “তার মৃত্যুতে বিএনপি আগামীকাল ১৮ মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালন করবে। এ উপলক্ষে বিএনপি দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।”