১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন এবং কেক কাটা হয়েছে। বুধবার (১৭ই মার্চ) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে বঙ্গবন্ধু পরিষদের ড. দুলাল-ড. জুলহাস অংশ এ আয়োজন করে।
এসময় বঙ্গবন্ধু পরিষদের এ অংশের সাধারণ সম্পাদক জুলহাস মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো:শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও আইন অনুষদের ডিন মো:রশিদুল ইসলাম শেখ, বিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু পরিষদের এ অংশের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
ডকুমেন্টারি প্রদর্শন শেষে অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের উপর বক্তব্য রাখেন। বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সবাইকে এগিয়ে চলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ডকুমেন্টারি প্রদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনে কেক কাটা হয়।