ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
ইসমাইল নয়ন ॥
Published : Wednesday, 17 March, 2021 at 9:21 PM
ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে। ১৭ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর শেষে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যাক্রমে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহেরের নেতৃত্বে উপজেলা পরিষদ পরিষদ, থানা অফিসার ইনচার্জ আপেলা রাজু নেহার নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা।
    পরে বেলা ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও ভাষণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ব্রাহ্মণপাড়া শাখার আয়োজনে ঋণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন সুবিধাভোগী সদস্যের মাঝে বিভিন্ন অংকে ৯লক্ষ ৩৫ হাজার টাকা ঋণের চেক তুলেদেন অতিথিবৃন্দ। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শত তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুপুরে উপজেলার শিদলাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহনে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় “আমাদের বঙ্গবন্ধু” শিরোনামে ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিচারিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
    দিনব্যাপী অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, থানা অফিসার ইনচার্জ আপেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।