ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বাঙালি জাতির জীবনের এক মহা আনন্দের দিন। এ উপলক্ষে গতকাল কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসার অভিভাবক সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মো: হোসেন বাবর, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসেন, মুহাদ্দিস মাওলানা মোঃ গোলাম মোস্তফা শাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ছফি উল্লাহ, মোঃ আজাদ কবীর। বক্তারা দেশ ও জাতির কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদেরকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল মতিন। অনুষ্ঠান পরিচালনা এবং আলোচনা শেষে মিলাদ পাঠ করেন আরবি প্রভাষক মাওলানা মোঃ সায়ীদুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ^াবাসীর রোগ মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোঃ গোলাম মোস্তফা শাহ।-প্রেস বিজ্ঞপ্তি