বুড়িচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী উদযাপন
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
বুধবার ১৭ মার্চ বিকেলে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বুড়িচং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি অ্যাড. আবুল হাশেম খান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে উপজেলা উপজেলা কমপ্লেক্স শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ: রশীদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী আবু তাহের, অধ্যক্ষ মোঃ আবু সালেহ সেলিম রেজা সৌরভ, উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, সাবেক প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম মেম্বার, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবদুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, রাসেল চৌধুরী, অ্যাড. মাহবুবুল আলম, বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির চেয়ারম্যান মো. আবদুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হিমেল খান, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান, ইঞ্জিঃ টিপু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কাশেম মাস্টার, ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ঠিকাদার, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলিফ রায়হান হামিদ, ইঞ্জি. তফাজ্জল হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নেওয়াজ আলী সর্দার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল হক লিটন, উপজেলা যুবলীগ নেতা বাবুল হোসেন, মো. আ: রশীদ পেপার, মো. মাহবুবুর রহমান সুমন, মো. ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ভূইয়া, আশিকুর রহমান খান, রিপন খান, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন, সেক্রেটারী সুমন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।