ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পৌরসভায় অন্তর্ভুক্ত না করার দাবিতে ব্রাহ্মণপাড়ায় দুই গ্রামবাসীর প্রতিবাদ সভা ও মানববন্ধন
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সাথে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি ও উত্তর তেতাভূমি (৮ ও ৯ নং ওয়ার্ড) পৌরসভার অন্তর্ভুক্ত না করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সভা ও মানবনন্ধন করেন ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
প্রতিবাদ সভায় ও মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামাল হোসেন, ইউনিয়ন মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম সহ আরও অনেকে।
বক্তরা বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ৪ কিলোমিটার দুরত্ব রেল ক্রসের পূর্ব দিকে ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি ও উত্তর তেতাভূমি ৮ ও ৯ নং ওয়ার্ডবাসী শশীদল ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকতে চাই। আমরা দক্ষিণ তেতাভূমি ও উত্তর তেতাভূমি ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্রাহ্মণপাড়া পৌরসভার অন্তরভূক্ত হইতে চাই না। আমাদের উল্লিখিত গ্রাম ও ওয়ার্ডকে পৌরসভার অন্তরভূক্ত না করে পৌরসভা গঠনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সভায় ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মুহুরী, আমীনুল ইসলাম, আলেক মেম্বার, ছিদ্দিকুর রহমান, আলী আশরাফ সর্দার, জহিরুল হক, মমিনুল ইসলাম, জামাল হোসেন, মফিজ আলী, আবু জাহের, আব্দুল কুদ্দুস, আলম, মিজান, হাজী সফিকুল ইসলাম প্রমুখ।