বাইউস্টে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট নানা কর্মসূচি পালন করেছে। বাইউস্ট অডিটোরিয়ামে ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০.০০ ঘটিকায়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন রিদওয়ান হোসেন। সমি¥লিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কালচারাল ক্লাবের উপদেষ্টা রিদুওয়ানাল মোস্তফা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের তাৎপর্যপূর্ণ অধ্যায় (শিশুদের বঙ্গবন্ধু, মানবিক বঙ্গবন্ধু, উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু, দেশ পূনর্গঠনে বঙ্গবন্ধু ও প্রতিরক্ষায় বঙ্গবন্ধু) নিয়ে প্রামাণ্য চিত্র প্রচার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-ইতিহাস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড: ফাতেমা জোহরা। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা গ্রন্থের ওপর পর্যালোচনা করেন শিক্ষার্থী তানজিল হায়দার। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) তার বক্তব্যে বলেন, গত শতাব্দীর বাঙালির অনন্য অর্জন ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, যার ফলশ্রুতিতে এ শতাব্দীতে একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। মূলত বঙ্গবন্ধু এবং স্বাধীনতা একসূত্রে গাথা। বঙ্গবন্ধুর জীবন-আদর্শ অনুসরন এবং এ থেকে ত্যাগ এবং পরিশ্রমের শিক্ষা নিয়ে জাতিকে আগামীর পথে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব:) রেজিষ্ট্রার কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কালচারাল ক্লাবের সদস্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানটি বাইউস্ট কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল বাইউস্ট শিক্ষার্থী তাসনীম জেরিন। অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন সহকারী অধ্যাপক মোহিনুর আক্তার। পরবর্তীতে বাইউস্ট কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।