ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন এবং পুরষ্কার
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
১৭ মার্চ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিবর্ষ উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা, চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনআরা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসান ভূইয়া, মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোঃ ময়নাল ফকির, আনসার ভিডিপি কমান্ডার মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুল আজম, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা বিনতে বশির, আবদুল মোতালেব, মোঃ কামাল উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মোঃ আজিজুল্লাহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বড় একটি কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। এছাড়া বুড়িচং থানার ওসি কুমিল্লার সাবেক সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের লেখা বঙ্গবন্ধু ও বর্হিবিশ^ নামের একটি বই বিতরণ করেন। সবশেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।