র্যাবের অভিযান চান্দিনায় ৩০ কেজি গাঁজাসহ আটক ২
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১
সিপিসি-২ এর অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬
মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া
এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
করা হয়। এ ঘটনায় বুধবার র্যাব-১১ চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের
করেন।
আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দানেশ মৌলভীর পাড়া
(টোলা) গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল রানা (২৬) ও একই
উপজেলার হাজীরটোলা গ্রামের মৃত আব্দুল খলিল এর ছেলে মোঃ ইসরাইল (২৫)।
র্যাব-১১
সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে মাধাইয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন
স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।