ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাঙ্গরায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত গ্রেফতার
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM, Update: 20.03.2021 12:51:27 AM
বাঙ্গরায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত গ্রেফতারমো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় জমি চাষ নিয়ে দ্বন্দের জেরে ইবরাহীম খলিল (৬৯) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মৃত রোসমত আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী সাগর মিয়া (২২) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। সে দেবিদ্বার পৌর এলাকার জাকির মিয়ার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বি-চাপিতলা গ্রামের ইবরাহীম খলিল বেশ কয়েক বছর যাবত ট্রাকটর দিয়ে অন্যের জমি চাষ করে আসছিল। শুক্রবার সকালে একই গ্রামের সালাউদ্দিন তাতে দ্বন্দ সৃষ্টি করার জন্য দেবিদ্ধার এলাকার সাগর মিয়ার ট্রাকটর দিয়ে ইবরাহীম খলিলের ভাতিজার জমি চাষ করতে থাকে। এ নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে ইবরাহীম খলিলকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় সালাউদ্দিন। এতেও ক্ষ্যান্ত হয়নি সে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটক সাগর মিয়াকে ধৃত করে। এ ঘটনায় নিহত ইবরাহীম খলিলের ছেলে ফারুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ইবরাহীম খলিলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাগর মিয়া নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।