Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM, Update: 25.03.2021 12:44:44 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার
দেবিদ্বারে শিশু কিশোর প্রকৃতি প্রেমীদের উদ্যোগে পাখিদের আশ্রয় ও
নিরাপত্তার স্বার্থে পাখির বাসা বানানো ও তা গাছে গাছে টাঙানোর কাজ উদ্বোধন
করা হয়েছে। বুধবার সকালে ১০টায় দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
আমেরিকান প্রবাসী ডা.ফেরদৌস খন্দকারের অর্থায়নে গাছে গাছে টাঙানোর কাজ
উদ্বোধন করা হয়। এসময় প্রকৃতি প্রেমী শিশুদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা
হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি
মো. জহিরুল আনোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম, মহিলা বিষয়ক
কর্মকর্তা মোসা. সালমা ইয়াসমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার
পোদ্দার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
প্রধান শিক্ষক মোসা. রাহেলা মুজুমদার, কাউছার হায়দার।
জানা যায়,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু
দিবস উপলক্ষে পাখিদের আশ্রয় ও নিরাপত্তার স্বার্থে দেবিদ্বারের বিভিন্ন
জায়গায় প্রায় ২০০টি পাখির বাসা স্থাপন করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে
দেবিদ্বার উপজেলা প্রাঙ্গন, দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকসারের
বিভিন্ন গাছের ডালে ডালে লাল সবুজের রঙ্গীন কলস ও বাবুই পাখির বসবাসের জন্য
সবুজ রঙের বাঁেশর কঞ্চি দিয়ে বানানো বাসা টাঙানো হয়।
আমেরিকান প্রবাসী
ডা. ফেরদৌস খন্দকার জানান, প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থেকে এ
উদ্যোগ নেয়া হয়েছে। গাছে গাছে পাখির অভায়রণ্য গড়ে তুলতে মাটির কলস ও
বাঁশের তৈরি বাসা বেঁধে দিয়ে শিশু কিশোরদের মাঝে প্রকৃতি প্রেম গড়ে তোলাই
আমার মূল উদ্দেশ্যে।
পাখির বাসাগুলো কেবল পাখির আশ্রয়স্থল তৈরির জন্য
নয়, এগুলো পৃথিবীতে অন্য প্রাণীদের বসবাসের জন্যও যথেষ্ট স্থান রাখার কথা
মানুষকে মনে করিয়ে দেবে।