ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের হাতে ব্যবসায়ীকে আটকের ঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ (ভিডিও)
সাড়ে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ
মাসুদ আলম।।
Published : Thursday, 25 March, 2021 at 7:58 PM, Update: 25.03.2021 8:27:50 PM
কুমিল্লায় র‌্যাবের হাতে ব্যবসায়ীকে আটকের ঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ (ভিডিও)মাসুদ আলম।।
কুমিল্লায় তুচ্ছ ঘটনা নিয়ে এক ব্যবসায়ীকের আটকের ঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এসময় নগরীর কান্দিরপাড় এলাকায় সড়ক অবরোধ করায় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে হঠাৎ থমকে দাঁড়ায় কুমিল্লার প্রাণকেন্দ্র। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, ক্রেতা ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাদা পোশাকে র‌্যাবের এক সদস্য কেনাকাটা করতে এসে ময়নামতি গোল্ডেন টাওয়ারের সামনে মোটরসাইকেল পার্কিং করেন। মার্কেটের দারোয়ান তাকে পার্কিং বাধা প্রদান করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দারোয়ানকে ধাক্কা দেয় র‌্যাব। তা দেখে মার্কেটের দ্বিতীয় তলার এন এন ফ্যাশনের দোকানদার মুজিবুর রহমান বিষয়টি মিমাংসার চেষ্টা করতে আসলে র‌্যাব সদস্য ও দোকানদার মুজিবুর রহমানের সাথে হাতাহতি হয়। একপর্যায়ে ওই র‌্যাব সদস্য স্থানীয় র‌্যাব-১১ এর ক্যাম্পে বিষয়টি জানালে অন্যান্য র‌্যাব সদস্যরা এসে ব্যবসায়ী মুজিবুর রহমানকে আটক করে নিয়ে যায়। কুমিল্লায় র‌্যাবের হাতে ব্যবসায়ীকে আটকের ঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ (ভিডিও)
ব্যবসায়ীকে আটকের খবর জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন। এসময় মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়ার দাবি তুলে দোকানপাট বন্ধ রেখে কান্দিপাড় এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা ব্যাপী ব্যবসায়ীদের এই অবরোধে থমকে দাঁড়ায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র।
পরবর্তীতে র‌্যাব আটক ব্যবসায়ীকে ছেড়ে দিলে আন্দোলনরত ব্যবসায়ীরা অবরোধ উঠিয়ে নেন। এরপর কান্দিরপাড়ের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়।