ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো.আখলাক হায়দার। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বীরমুক্তিযোদ্ধা ময়নাল হোসেন ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মশিউর রহমান খান, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মেহেদী হাসান ভূইয়া,  বুড়িচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আযম,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা। এসময় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি আ: মোমেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে -দিবসের তাৎপর্য্য নিয়ে বিশদ আলোচনা করার পাশাপাশি দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব আরো সমুজ্জ্বল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানান।