ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন
শাহীন আলম
Published : Saturday, 27 March, 2021 at 12:43 PM
দেবিদ্বারে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার প্রত্যুষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় ইউএনও রাকিব হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর মুর‌্যাল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শীনীতে অংশ নেন প্রধান অতিথি সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউএনও রাকিব হাসান অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধ মো.আবদুস সামাদ, মো. রফিকুল ইসলাম। বক্তব্যে রাজী ফখরুল বলেন, স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দেবিদ্বারে যা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। তিনি এ দেশের সেবাকে ইবাদত হিসেবে নিয়েছেন। আমি আশা করব, নবনির্বাচিত চেয়ারম্যান তিনিও দেবিদ্বারের উন্নয়নে এগিয়ে আসবেন। প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউএনও রাকিব হাসান।
এর আগে ভোরে প্রধান অতিথি রাজী ফখরুল বঙ্গবন্ধু মুর‌্যালে, মুক্তিযোদ্ধা চত্ত্বর, গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা প্রমুখ। উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানার সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালে উদিত হয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। সেই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে, কেউ যেন দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে।