ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গণহত্যা দিবসে রসুলপুর বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM, Update: 26.03.2021 1:33:36 AM
গণহত্যা দিবসে রসুলপুর বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন২৫ মার্চ গণহত্যা দিবস উপলে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে রসুলপুর বধ্যভূমিতে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শিল্পকলা একাডেমির প থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অতিথিরা মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করেন।