মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের যতো কর্মসূচী
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে
নেয়া হয়েছে নানা কর্মসূচি। শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস
উদযাপন ঘিরে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনাসহ সারা দিনব্যাপি নানা কর্মসূচী পালন করবে জেলা প্রশাসন।
জেলা
প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ৩১ বার
তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনার মধ্যদিয়ে ২৬ মার্চ
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লার টাউনহলে কেন্দ্রীয় শহীদ মিনার,
নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, কালেক্টরেট ভবন অভ্যন্তরে
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, শহীদ ডিসি সামসুল হক খান ভাস্কর্য, শহীদ পুলিশ
সুপার মুন্সী কবির উদ্দিন স্মৃতি ভাস্কর্য, পুলিশ লাইন শহীদ স্মৃতিস্তম্ভ,
আলেখারচরে অবস্থিত যুদ্ধজয়, কুমিল্লা সেনানিবাসে অবস্থিত শহীদ ডিসি সামসুল
হক খান এবং শহীদ পুলিশ সুপার মুন্সী কবীর উদ্দিন আহম্মদ স্মৃতিস্তম্ভে
স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হবে।
একই
সাথে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং
বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে।
এরপর
সকাল ৮টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ,
কারারী বাহিনী, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,
রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস, গার্লস-গাইড, সরকারী শিশু পরিবার, বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ
এবং কুচকাওয়াজে জেলা প্রশাসক কর্তৃক অভিবাদন গ্রহণ এবং শরীরচর্চা প্রদর্শনী
ও পুরস্কার বিতরণ।
সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনস্থ শহীদ ডিসি সামসুল হক খান মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
বাদ-জুম্মা
কুমিল্লা কালেক্টরেট মসজিদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলে
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতির শান্তি,
সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে
প্রত্যেকটি মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ
মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বিকাল ৫টায় হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা প্রস্তুতি নেয়া হয়েছে।
সন্ধ্যা
৬টায় টাউন হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী এবং
সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউনহল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে
প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন “জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এরপর
সন্ধ্যা হতে সারারাত অফিস-আদালতসহ সরকারী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে
আলোক-সজ্জাকরণ, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক-দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ
বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ করা হবে।
এছাড়াও শনিবার ২৭ মার্চ
কুমিল্লা টাউন হল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদ্যাপন কর্মসূচি
এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’
বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
উদযাপন উপলক্ষে কুমিল্লা দণি জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচীর প্রস্তুতি
নিয়েছেন। শুক্রবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে কুমিল্লা নগরীর
রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল
১০টায় আলোচনা সভা। এরপর দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষন ও দেশাত্মবোধক গান
প্রচার এবং সন্ধ্যায় দলীয় কার্যালয় আলোকসজ্জা। উক্ত সকল কর্মসূচিতে দলীয়
সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকবেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। সকালে
রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা
নিবেদনসহ সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ।