ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে লকডাউনের প্রথমদিনে মোবাইল কোর্টের জরিমানা
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ০৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে একযোগে লকডাউন ঘোষণা করা হয়।
লকডাউনের প্রথম দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি না মানায় এবং লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করায়, দ-বিধির ২৬৯ ধারায় ৯ মামলায় ২১ হাজার পাঁচ শত টাকা মোবাইল কোর্ট অর্থদন্ড করেন।
সোমবার দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ এই অর্থদ- ও মামলা প্রদান করেন।
এদিকে গণসচেতনতা লক্ষ্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, সাধারণ সম্পাদক মো:  নোমান সরকার মিয়া সরকার বাজারে পথচারী ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন এবং সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, সরকার জনগণের জানমাল রক্ষায় এবং করোনাভাইরাস প্রতিরোধে পূর্ব ঘোষণা অনুযায়ী এক সপ্তাহের জন্য লকডাউন এর নির্দেশনা প্রদান করেছেন। লকডাউন সময় যেসকল দোকানপাট জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে সে সকল দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে বাজারে চলাফেরা করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠাতে হবে এ অমান্য করলে দ-বিধির ২৬৯ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, করোনাভাইরাস হঠাৎ পূর্বের ন্যায় মহামারি আকার ধারণ করেছে। আমার দাউদকান্দি উপজেলা বাসীকে আমি অনুরোধ জানাবো আপনারা পূর্বের ন্যায় সচেতন হোন। আপনাদের সচেতনতাই পারে দাউদকান্দিতে করোনা ভাইরাস প্রতিরোধ করতে।আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত দাউদকান্দি উপজেলা পরিষদ বদ্ধপরিকর, নিজে সচেতন হোন নিজের পরিবারকে বাঁচান। এসময় তিনি আরো বলেন এক সপ্তাহের লকডাউন মেনে চললে আসন্ন রোজায় আমরা সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারব বলে আশাবাদী। যদি লকডাউন এর আইনকে অমান্য করেন তবে সরকার আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে।