Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM, Update: 06.04.2021 1:52:05 AM
নিজস্ব
প্রতিবেদক।। আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর কথা
জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। তিনি জানান, সেই
সাথে প্রথম ডোজের টিকা দেওয়াও অব্যাহত থাকবে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।
জানা
যায়, ৮ তারিখ থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে
চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। দ্বিতীয় ডোজ শুরু করার মতো
টিকার পর্যাপ্ত মজুদ আছে। যে পরিমাণ প্রথম ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ
দিতে তেমন কোনো সমস্যা হবে না।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরও
জানান, আগামী কাল থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকা সরবরাহ হবে।
পর্যায়ক্রমে সময় মতো আমরাও পেয়ে যাবো।
উল্লেখ্য, প্রথম ডোজে কুমিল্লা এপর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে।