ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গবাদি পশু নগদ অর্থসহ তিনটি ঘর পুড়ে ছাই
Published : Wednesday, 7 April, 2021 at 7:36 PM
ব্রাহ্মণপাড়ায় গবাদি পশু নগদ অর্থসহ তিনটি ঘর পুড়ে ছাইইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুইটি গাভী ও নগদ অর্থসহ তিনটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ এলাকা বাসি সুত্রে জানা যায়, রবিবার রাত ৯ টায়  উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া নাসিরমান্দের বাড়ির মৃত বসু মিয়ার ছেলে কাজলের বসত ঘরে আকষ্মিক আগুন লেগে যায়। এলাকার লোক জন মিলে রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।  ক্ষতিগ্রস্থ কাজলের সাথে কথা বলে জানা যায়, সে একজন গৃহকর্মী। মানুষের বাড়িতে কাজ করে আত্মীয়দের সহযোগিতায় দুইটি গাভী কিনে লালন পালন করে আসছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় তার বসত ঘর, ঘরে থাকা আসাবাবপত্র ও গাভী দুটি পুড়ে সে এখন সর্বশান্ত। এতে তার প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে কাজল দাবী করেন।
    এ ঘটনায় একই বাড়ির মৃত আঃ জাব্বারের  ছেলে প্রতিবন্ধি মোঃ আবু জাহেরের দুটি ঘরসহ ঘরে থাকা মূল্যবান আসাবাবপত্র, ইলেকট্রনিক্স মালামাল, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ভষ্মিভূত হয়। এ ঘটনায় তার প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন আবু জাহের। এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবার সরকারের ও এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।
    খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থিক সহায়তার আশ্বাস দেন। এ সময় দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।